Trinity Medical Centre
1 Goldstone Villas, Hove, BN3 3AT
Current time is 06:14 - Sorry, we're closed
Bengali
আপনি যদি বিদেশে ভ্যাকসিন নিয়ে থাকেন তবে আপনার টিকাকরণের রেকর্ড আপডেট করুন
যদি আপনি ইংল্যান্ডের বাইরে কোনো COVID-19 ভ্যাকসিন গ্রহণ করে থাকেন, তাহলে সেগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার মেডিকেল রেকর্ডে বা NHS অ্যাপে দেখাবে না।
আপনার টিকা গ্রহণের প্রমাণ দেখাতে পারার জন্য, NHS-কে আপনার টিকা দেওয়ার রেকর্ড আপডেট করতে হবে।
এটি করার জন্য, আপনি ইংল্যান্ডের বাইরে যে করোনভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন তার প্রমাণ দেখানোর জন্য আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। NHS টিম তারপর এটি চেক করতে পারবে এবং আপনার রেকর্ড এবং ন্যাশনাল সিস্টেম আপডেট করতে পারবে। যখন প্রয়োজন হবে তখন এটি আপনাকে একটি NHS COVID পাস ডাউনলোড করতে সহায়তা করবে।
এই পরিষেবাটি এই মুহূর্তে ব্রাইটন অ্যান্ড হোভের চার্চিল স্কোয়ার এবং চিচেস্টারের নর্থগেট স্কোয়ারে বুক করার জন্য উপলব্ধ রয়েছে৷ এছাড়াও এটি সারা দেশের অন্যান্য স্থানে উপলব্ধ রয়েছে। আপনি সশরীরে এসে হাজির হলে হবেনা।
অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য 119 এ কল করুন। 119 নম্বরে মোবাইল এবং ল্যান্ডলাইন থেকে বিনামূল্যে কল করা যাবে। 200টি ভাষায় 119 সহায়তা প্রদান করে।
এছাড়াও আপনি অনলাইন আরও জানতে পারেন বা আপনার ভ্যাকসিন চেক করানোর অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন।
আপনাকে আপনার NHS নম্বর জানা থাকতে হবে এবং ইংল্যান্ডের বাইরে আপনি যে করোনাভাইরাসের (COVID-19) ভ্যাকসিন নিয়েছেন তার প্রমাণ সঙ্গে নিয়ে আসতে হবে।
কারা এই পরিষেবাটি ব্যবহার করতে পারবে
আপনি এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন যদি আপনি বা আপনার সন্তানের বয়স 5 বছর বা তার অধিক হয় এবং NHS নম্বর থাকে এবং ইংল্যান্ডের বাইরে এই নিম্নলিখিত ভ্যাকসিনগুলির মধ্যে একটি গ্রহণ করে থাকেন:
- Oxford/AstraZeneca (Vaxzevria)
- Pfizer/BioNTech (Comirnaty)
- Johnson & Johnson (Janssen)
- Moderna (Spikevax)
- Institute of India (Covishield)
- Bharat Biotech (Covaxin)
- SinoVac (CoronaVac)
- বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস (Sinopharm BIBP)
ফটোগ্রাফিক আইডি হিসাবে আপনাকে আপনার পাসপোর্টটি নিয়ে আসতে হবে, সাথে আপনি যে টিকাটি রেকর্ড করাতে চান তার প্রমাণ, যেমন টিকাকরণ কার্ড, সার্টিফিকেট বা ইমেল নিশ্চিতকরণ। যদি কর্মীরা আপনার পরিচয় এবং টিকাকরণ ডকুমেন্টেশন নিশ্চিত করতে না পারেন তাহলে তারা আপনার রেকর্ড আপডেট করতে পারবে না।
অনুগ্রহ করে মনে রাখবেন, আপনার রেকর্ড আপডেট হতে 10 কার্যদিবস পর্যন্ত সময় লাগতে পারে।
পরিষেবাটি সম্পর্কে অধিক জানুন: NHS কে আপনার বিদেশে গ্রহণ করা করোনাভাইরাস (COVID-19) টিকাকরণ সম্পর্কে বলুন – NHS (www.nhs.uk)